নতুন বাংলাদেশী গেম - New Bangladeshi Game
নতুন বাংলাদেশী গেমটিতে গ্রাফিক্স কোয়ালিটি অনেক আমেজিং করা হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী বাঙ্গালীদের ওপর যে রকম অত্যাচার করতো ,বাঙ্গালীদের বাড়িঘর যেভাবে পুড়িয়ে দিত, যেভাবে যেভাবে তারা অত্যাচার করত, এইসব বিষয় গেমটিতে তুলে ধরা হয়েছে। যুদ্ধ চলাকালীন সময়ে কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হয়েছে, কিভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়েছে, এই বিষয়গুলো হচ্ছে গেমটির মেন থিম।
তোমরা যখন এই গেমটি খেলবা BUDHAনামের ক্যারেক্টার কে নিয়ে খেলতে হবে। আর বুধা হচ্ছে গেমটির MAIN ক্যারেক্টার। তোমাকে বিভিন্ন এলাকায় যেতে হবে যে পাকিস্তানি পাহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ১৯৭১ সালে যে রকম বাড়িঘর ছিল, বাড়িঘর,গাছপালা নদী-নালা ,নৌকা ,রাস্তাঘাট, সবকিছুই সেই সময়ের সঙ্গে এই গেমটিতে মিল রাখা হয়েছে। গেমটি বেটা ভার্সন সবার আগে রিলিজ করা হবে। আর হ্যাঁ তোমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করবা। যত বেশি রেজিস্ট্রেশন হবে তত তাড়াতাড়ি গেমটি ডেভলপার বেটা ভার্সন টা রিলিজ দিবে। গেমটি ১৯৭১ সালের সিচুয়েশনের ওপর BASE করে ডেভলপ করা হয়েছে। গেমটি ডেভলপার রিপ্ফাইকোন গেম।
সেই সময় মানুষ জন কেমন ছিল, কিভাবে বসবাস করত, পাকিস্তানরা কিভাবে আমাদের অত্যাচার করত এইসব বিষয়ে এই গেমে তুলে ধরা হয়েছে। এই গেম ওপেন ওয়ার্ল্ড এর পাশাপাশি স্টোরি বেস গেম।
গেমটিতে বুধা নামের একটি ক্যারেক্টার আছে। সে হচ্ছে এই গেমটির মেন ক্যারেক্টার। নবম বা দশম শ্রেণীর বই এই চরিত্র নিয়ে একটি গল্প আছে।। মেন ক্যারেক্টার এর ওপরে এই স্টোরি বেস করা হয়েছে।
গেমটির কনসেপ্ট গেমটির কোয়ালিটি সবকিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর গেমটির গ্রাফিক্স কোয়ালিটি ও মোটামুটি ভালো। অন্তত এনালেশন গেম থেকে হাজারগুণ ভালো। তো যাই হোক গেমটি যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমরা গেমটিকে সাপোর্ট করব। কিন্তু বর্তমানে এখনো গেমটি রিলিজ করা হয়নি। কবে রিলিজ হবে গেমটি সেটা এখনো বলা যাচ্ছে না। তবে শীঘ্রই অফিশিয়াল থেকে জানানো হবে। তবে গেমটির কাজ কন্টিনিউয়াস চলছে, আশা করা যায় আনহাইলেসন গেম এর মত এই গেমটি আমাদের সাথে স্ক্যা*ম করবে না।